ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের দলে থাকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সমালোচনাকে সঙ্গী করেই বর্তমানে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আজ বিসিবির প্রকাশিত এক ভিডিওতে লিটন প্রশংসায় ভাসান দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-রিয়াদকে। বিশেষ করে দলে আসা নতুন ক্রিকেটারদের সঙ্গে তারা যেভাবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন তা মুগ্ধ করে লিটনকে।
বাংলাদেশের ক্রিকেটে সেরা কিছু সাফল্যে সরাসরি জড়িয়ে আছেন সাকিব ও মাহমুদউল্লাহর নাম। দুজনে মিলে খেলে ফেলেছেন তিন ফরম্যাট মিলিয়ে প্রায় এক হাজারের কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও কম নয়। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা তরুণ খেলোয়াড়দের তাই তাদের কাছ থেকে শেখার থাকবে অনেক কিছুই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য গ্রিন রেড স্টোরি’ ভিডিও সিরিজে আজকের পর্বে এই দুই সিনিয়র ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘আমার তো মনেই হয় না সাকিব ভাইকে দেখে যে সাকিব ভাই অনেক পুরনো খেলোয়াড়৷ উনি যেভাবে মিশেন সবার সাথে, মনে হয় যে খুব বন্ধুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইও বন্ধুত্বপূর্ণ। তারা চেষ্টা করেন যে আমরা যারা অনেকদিন ধরে খেলছি বা যারা নতুন জুনিয়ররা আসছে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে। তারা এতে খুব স্বাচ্ছন্দ্যে অনুভব করে।’
এবারের বিশ্বকাপের স্কোয়াডে আছেন কয়েকজন খেলোয়াড়, যারা আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আছেন শুরুর দিনগুলোতে। যেমন দুই স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। সাকিব ও মাহমুদউল্লাহর মাপের খেলোয়াড়দের সতীর্থ হিসেবে পেলেও তাদের সাথে মিশতে কিছুটা জড়তা থাকতেই পারে তাদের।
এখানেও দুজনের ব্যক্তিত্বের ইতিবাচক দিকটি তুলে ধরেছেন লিটন। ‘আমি যদি দেখি একটা খেলোয়াড় ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তখন যদি ড্রেসিংরুমে প্রবেশ করি, স্বাভাবিকভাবেই একটু নার্ভাস লাগবেই৷ আমাদের যারা সিনিয়র আছে, তারা আমাদের সেটা কখনই অনুভব করতে দেন না৷ হাসিখুশি থেকে সবসময় স্বাগত জানিয়েছেন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।