মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সাকিব-মুশফিকের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ, ৩ উইকেটে১৫৫ রান।
আগের ২ উইকেটে ৩৪ রান নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই মুমিনুল হকের উইকেট হারায় স্বাগতিকরা। আগের ১২ রানের সঙ্গে মাত্র পাঁচ রান যোগ করতে পারেন তিনি। দলের ৪০ রানে মার্ক অ্যাডেয়ার দারুণ এক ডেলিভারিতে তুলে নেন মুমিনুলের উইকেট। তাতে চরম বিপদে পড়ে স্বাগতিকরা।
পরে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান। এরই মাঝে সাকিব ৪১ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম ফিফটি। প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল আইরিশরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।