নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, দলপতির অবস্থা এখন পর্যন্ত ভালো। তা সত্ত্বেও তিনি টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগে। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে এসব জানান হাথুরুসিংহে।
বাংলাদেশের কোচ বলেন, ‘গতকাল ব্যাটিং সেশন হয়েছে। ভালো ছিল রানিং বিটুইন দ্য উইকেট। সাকিবকে স্ক্যান করাতে নেওয়া হয়েছে, এখনও রেজাল্ট পাইনি। এখন সে ঠিক আছে। আজ বোলিং দেখব। ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব সে খেলবে কি না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবরের ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে সময় জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। পরে জানা যায়, পায়ের মাংসপেশী ছিঁড়ে গেছে সাকিবের।
চোট পেলেও নাকি ভারতের বিপক্ষে খেলতে আগ্রহী সাকিব। এ ব্যাপারে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘যেহেতু (মাংসপেশি) ছিঁড়ে যাওয়ার ব্যাপার আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন হাঁটলেও ব্যথা হয়, সাকিবের ওরকম সমস্যা নেই। সে জন্যই আমরা একটু আশাবাদী। সাকিব চাচ্ছে খেলতে, তবে এটা অবশ্যই ওর ফিটনেসের ওপর নির্ভর করছে। টুর্নামেন্টে এখনও ৬টা ম্যাচ বাকি। আমরা কেউ চাই না একটা ম্যাচ খেলে সে বাকি ম্যাচগুলো মিস করুক। তবে ফিজিওরা একটা সিদ্ধান্ত তো নেবেনই। এটা কোচের সিদ্ধান্ত নয়। সাকিবও তার ব্যাপারটা বুঝবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।