চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ম্যাচ খেলে তার সংগ্রহ মাত্র ৫৬ রান। এর মধ্যে হুট করেই দেশে এসে দুদিন কাটিয়ে গেলেন তিনি। ছোটবেলার কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে হোম অফ ক্রিকেটে অনুশীলন করেন এই অলরাউন্ডার। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও তাসকিন জানালেন, সাকিব নিয়ম মেনেই দেশে এসেছিলেন।
আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে লাল-সবুজেরা। এর আগে গতকাল রাতেই কলকাতায় ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। বৃহস্পতিবার রাতে সাকিব দলে যোগ দেওয়ার পর আয়োজন করা হয় বিশেষ ডিনার। তাসকিন বলেন, ‘তার (সাকিব) আসার পর আমাদের দলের সবাই একটা ডিনার করেছি। একটা ভালো সময় কাটিয়েছি। আশা করছি সামনে নতুন কিছু শুরু করবো ভালো কিছু করে। চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচও যদি ভালো খেলতে পারি তাহলে ভিন্ন কিছু হতে পারে। এখন আসলে কালকের ম্যাচটাই মূল ফোকাস।’
দুইদিন ধরে দলের সঙ্গে ছিল না অধিনায়ক। এতে দলে কোনো প্রভাব ফেলেছে কিনা জানতে চাইলে তাসকিন বলেন, ‘কোনো প্রভাব ফেলেনি। সে উন্নতির জন্য দেশে গেছে। আমাদের তাকে আপ্রিশিয়েট করা উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।’
সাকিব আল হাসান দলের অধিনায়ক, এজন্যই কি তিনি এই সুযোগ পেলেন? এমন প্রশ্নও ছিল তাসকিনের কাছে। অন্য কোনো ক্রিকেটার হলে কি এই সুযোগ পেতেন? বাংলাদেশি পেসার দিয়েছেন ওই ব্যাখ্যাও। তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব (ভাই) ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। ক্রিকেট সংশ্লিষ্ট কারণেই গেছিলেন তিনি। অন্য কিছু না। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।