ঢাকাWednesday , 5 April 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

সাকিবের সেঞ্চুরি মিস হলেও তৃপ্ত বিসিবি সভাপতি

parag arman
April 5, 2023 2:04 pm
Link Copied!

মাঠে নেমেই ঝড়ো ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৯৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। সাকিব যে ঝড়ো ব্যাটিং করবেন এমনটি নাকি তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে আগেই জানিয়েছিলেন। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে খেলা দেখতে এসে সাংবাদিকদের পাপন এমনটা জানান।

তিনি বলেন, ‘খেলা শুরুর আগেই আমাকে সাকিব বলছিল যে সে দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছি, এসব চলবে না। আগে ফিফটি করো, তারপরে… যাতে ও (সাকিব) তাড়াহুড়া না করে। ও ভালো খেলেছে। দুর্ভাগ্যবশত ১৩ রানের মতো বোধ হয় বাকি ছিল। সেঞ্চুরিটা হলো না, এটা মিস করলাম।’

সাকিব না পেলেও সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। দুটি সেঞ্চুরি দেখতে এসেছিলেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি তাড়াহুড়া করে এসেছিলাম দুটি সেঞ্চুরি দেখতে। একটা ফসকে গেল।’ শুধু সাকিব নয়, দলের সবাই এখন আত্মবিশ্বাসী। এ বিষয়ে তিনি বলেন, ‘দলের সবারই পজিটিভ মাইন্ডসেট এখন। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।