বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। প্রায় দেড় যুগ জাতীয় দলের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ব্যাটে-বলে সমানভাবে পারফর্ম করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। বয়স ৩৮ হওয়ায় জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত।
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সাকিবের ভাবনাজুড়ে এখনও রয়েছে বাংলাদেশ ক্রিকেট। কিছু দিনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্সের হয়ে সাকিবের সঙ্গে খেলেছেন মিরাজ। সেখানেই দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে অনেক কথা হয়েছে টাইগার নয়া ওয়ানডে দলপতির।
শুক্রবার (১৩ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন মিরাজ। এ সময় সাকিবের সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে পিএসএল খেলেছি। তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। উনি (সাকিব) মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা এখন নতুন, উঠতি খেলোয়াড়, তারা যেন ভালো ক্রিকেট খেলে।’
সাকিবের বার্তাটা ছিল পরিষ্কার—সফল হতে হলে সবাইকে একসঙ্গে খেলতে হবে। ‘বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে, তখনই ভালো ফল আসে,’ যোগ করেন মিরাজ।
বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট—সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় নয় বছর। অবশেষে সেই সুযোগ মিলেছে পূর্ণ পরিসরে। নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে ফরম্যাটে আগামী ১ বছরের জন্য নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই অলরাউন্ডার।
জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা অবশ্য আগেই ছিল মেহেদী হাসান মিরাজের। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।