রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনেই কাণ্ডটা করেছিলেন সাকিব আল হাসান। মেজাজ হারিয়ে রিজওয়ানের দিকে বল ছুড়ে মেরেছিলেন তিনি। ঘটনাটা দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের। কোড অব কন্ডাক্ট ভাঙায় তাকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থ আইসিসি। আচরণ বিধির লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
সাকিবের শাস্তির দিন বাংলাদেশ-পাকিস্তানকেও শাস্তি পেতে হয়েছে। স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দুই দল।
স্বাগতিক পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ৬ ওভার পূরণ করতে পারেনি। তাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেছে ৬টি। বাংলাদেশও হারিয়েছে পয়েন্ট! নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার পূরণ করতে না পারায় তাদেরও চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি পয়েন্ট কাটা গেছে। পাশাপাশি পাকিস্তানের জরিমানা হয়েছে ম্যাচফির ৩০ শতাংশ। আর বাংলাদেশের ১৫ শতাংশ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের অপরাধ স্বীকার ও শাস্তি মেনে নিয়েছেন।
পয়েন্ট কাটায় টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তান আটেই অবস্থান করছে। আর বাংলাদেশ নেমে গেছে সাত নম্বরে। দক্ষিণ আফ্রিকার পরেই শান্তদের অবস্থান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।