ঢাকাSaturday , 14 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবের রিপোর্টের অপেক্ষায় বাংলাদেশ

Sahab Uddin
October 14, 2023 10:01 pm
Link Copied!

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের বাঁ পায়ের উরুতে টান পড়ে। তাকে নিয়েই এখন উৎকণ্ঠায় বাংলাদেশ। যদিও সাকিবের অবস্থা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, রিপোর্ট আসার পরই আসলে জানা যাবে চোট কতটা গুরুতর।

বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘সাকিবের চোট লেফট কোয়াডে (বাঁ পায়ের উরুর ওপরের দিকে)। স্ক্যানিংয়ের জন্য ওকে হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট এলেই বোঝা যাবে ওর চোট গুরুতর কিনা।’

শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫৬ রানে হারায় প্রথম চার উইকেট। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন সাকিব। ব্যাট হাতে করেন ৪০ রান। ব্যাটিংয়ের সময়ই দেখা গেছে, রান নিতে গিয়ে ব্যথায় মুখ কুঁচকে গেছে সাকিবের। ব্যাটিংয়েও ছিল অস্বস্তি। সেই ব্যথা নিয়েই পরে ১০ ওভার বলও করেছেন সাকিব। পুরো ম্যাচে ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়৷

শুক্রবার বোলিংয়ের স্লট শেষ হতেই সাকিব মাঠ থেকে উঠে যান। তখনই তাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।

শনিবার চেন্নাই থেকে বাংলাদেশ উড়ে এসেছে পুনেতে। এর আগে বিমানবন্দরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব, ‘ম্যাচ হারলে ভালো লাগবে না, স্বাভাবিক। আমরা ভালো খেলিনি। এখানে সবাই পরিণত, সবাই বোঝে আমরা ভালো ক্রিকেট খেলিনি। ভালো খেললে জেতা সম্ভব এটাও সবাই বিশ্বাস করে। নতুন বলে ফাস্ট বোলিং ভালো হচ্ছে। তবে টপ অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই উইকেটে ২৪০ করে ম্যাচ জিততে পারবেন না। আমাদের ২৮৫ বা তিনশোর কাছাকাছি যেতে হতো, তখন ডিফারেন্ট বল গেম হতে পারতো। আমরা ব্যর্থ হয়েছি। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবো। টপ অর্ডারের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।