স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাইয়ে গিয়ে নতুন করে সমালোচনার জন্ম দেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আর হাসান। তার এমন বিতর্কিত কান্ডে অবশেষে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারানোর পর বিসিবি সভাপতি পাপন সাংবাদিকদের মুখোমুখি হন। দুবাইকাণ্ড নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘না, কারও সাথে কোনো আলাপ হয়নি।’
এরপর তিনি বলেন, ‘এখানে কয়েকটা কারণ আছে প্রথম কথা হচ্ছে এখন সিরিজ চলছে। সিরিজের মাঝখানে এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। আমাদের কাছে কেউ অ্যাপ্রোচ না করা পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেটা নাকি তদন্ত চলছে বা বিচারাধীন একটা ব্যাপার।’
পাপন আরো বলেন, ‘এই জায়গাটাই নিজে থেকে গিয়ে আমরা এটার মধ্যে জড়িত হব কিসের জন্য? আমাদের কাছে যদি কখনও আসে তখন দেখা যাবে। আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অ্যাপ্রোচ করেনি।’
এরআগে বিসিবির পরিচালনা পর্ষদের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, সিরিজ শেষে এই ব্যাপারে তারা কথা বলবেন।
সাকিব ‘আরাভ জুয়েলার্স’ নামের যে সোনার দোকান উদ্বোধন করতে দুবাই যান, তার মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা হলেন ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হওয়া পুলিশের পরিদর্শক মামুন হত্যার আসামি। ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সাকিবকে আগেই আরাভ খান সম্পর্কে জানানো হয়েছিল। তিনি জেনেশুনেই দুবাই গেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।