ঢাকাSunday , 9 July 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবের আরও একটি কীর্তি

parag arman
July 9, 2023 12:36 am
Link Copied!

বাংলাদেশের প্রথম ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে চারশ’ উইকেট শিকারের মালিক হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে ৪শ উইকেট পূর্ণ করেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেট নেন সাকিব। এতে ঘরের মাঠে ৪শ শিকার থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে শিকার করে ৪শ উইকেট পূর্ণ করেন সাকিব। ম্যাচে ১০ ওভারে ৫০ রানে ২ উইকেট নেন তিনি। এতে ২১১ ম্যাচে এখন ৪০১ উইকেটের মালিক সাকিব।

সাকিবের আগে ঘরের মাঠে তিন ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে আট বোলার ৪শ উইকেট শিকার করেছেন। তারা হলেন- শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন (১৮৩ ম্যাচে ৬৪৭ উইকেট), ইংল্যান্ডের জেমস এন্ডারসন (২০০ ম্যাচে ৫৭৩ উইকেট)-স্টুয়ার্ট ব্রড (১৭৯ ম্যাচে ৫০১ উইকেট), ভারতের অনিল কুম্বলে (১৫৩ ম্যাচে ৪৭৬ উইকেট), অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (১৫৩ ম্যাচে ৪৫৩ উইকেট)-গ্লেন ম্যাকগ্রা (১৬১ ম্যাচে ৪৪৯ উইকেট), দক্ষিণ আফ্রিকার শন পোলক (১৯৭ ম্যাচে ৪৪২ উইকেট), ভারতের রবিচন্দ্রন অশি^ন (১১৮ ম্যাচে ৪২৪ উইকেট)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।