ঢাকাFriday , 20 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবের আউটে ‘বিস্মিত’ হয়ে কমেন্ট্রি বক্সে থাকা তামিম যা বললেন

Sahab Uddin
September 20, 2024 10:20 pm
Link Copied!

প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে আরো একবার ব্যাটারদের ব্যর্থতায় দলীয় দেড়শো রানও করতে পারেনি বাংলাদেশ দল। দেড়শো থেকে এক রান দূরে থাকতেই ১৪৯ রানে অলআউট হয়েছে টাইগাররা। এতে করে বাংলাদেশ ফলোঅনে পড়লেও ভারত তাদের ফলোঅন না করিয়ে পুনরায় ব্যাটিংয়ে নামে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে ভারত। গিল ১০ ও কোহলি ৪ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ২৬০ রানের।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ভারতকে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের শক্তিশালী বোলিংয়ের সামনে দুই সেশনও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। তবে বেশিরভাগ উইকেটে ভারতীয় বোলারদের চেয়ে কৃতিত্ব বেশি বাংলাদেশি ব্যাটারদেরই।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মেহেদি মিরাজের ব্যাট থেকে। ম্যাচে ভারতীয় বোলারদের বিপক্ষে লিটন ও সাকিবকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গিয়েছিল। আর এ দু’জনের স্বাচ্ছন্দ্যে খেলার বিষয়টি রোহিতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তখন উইকেট ভাঙতে বারবার পরিবর্তন আনছিলেন বোলিংয়ে।

এ দু’জনের ব্যাটিং দেখে ধারাভাষ্য বক্সে থাকা তামিম প্রশংসার ঝুড়ি খুলে বসেন। লিটন সম্পর্কে তামিম বলেন, সে বল যতটা সম্ভব দেরিতে খেলে। এভাবেই সে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করে। বল যতটা সম্ভব দেরিতে খেলাই তার ব্যাটিংয়ের প্রধান বৈশিষ্ট্য।
লিটনকে নিয়ে আলোচনার মাঝেই সাকিবকে নিয়েও কথা বলেন তামিম। তিনি বলেন, বাংলাদেশকে পথে ফেরাতে তাকে লম্বা সময় ব্যাট করতেই হবে। কিন্তু এই কথার কিছুক্ষণ পর যা ঘটল, তামিম নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি।

বাংলাদেশ ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছন পন্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। সাকিবের এমন আত্মহুতি দেখে কমেন্ট্রি বক্স থেকে তামিম বলে উঠেন, সাকিবের আউটে আমি বিস্মিত। রিভার্স সুইপ তো তার শট না, সে তো এই শট খেলে না!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।