খেলাটির প্রতি সাকিব আল হাসানের আন্তরিকতা জাতীয় দলকে নানাভাবে উপকৃত করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি বড় টুর্নামেন্টের প্রাক্কালে এ কথা বলেন বিসিবি বস। মাঠের বাইরের বিভিন্ন বিষয়ে জড়িত থাকায় জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ মিস করায় সাকিবের সাকিবের প্রতিশ্রুতি নিয়ে কিছুটা সন্দেহ ছিল পাপনের। দেরিতে হলেও, সাকিবের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখেছেন পাপন। যা এই অলরাউন্ডারের উপর বিশ্বাস রাখতে আস্থা পেয়েছেন তিনি।
পাপন বলেন, ‘তার সম্ভাবনা নিয়ে কোন সন্দেহ ছিলো না। গত এক বছরে তার একটা জিনিস আমার খুব ভাল মনে হয়েছে.. ব্যক্তিগতভাবে সাকিবের সিরিয়ানেস নিয়ে নিয়ে আমার সন্দেহ ছিল। সে খেলবে কিনা-আমি ভাবছিলাম। এখন অন্যদের চেয়েও তাকে বেশি সিরিয়াস দেখছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি এবং সবগুলোতেই খেলছে সাকিব। কানাডায় গিয়েছিলো, এখন শ্রীলংকায় আছে। বিশে^র সকল ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের সেরাটা দিচ্ছে সে। সবসময়ই জিততে চায় সাকিব। এখন বিশ^কাপের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছে সাকিব। আমার মনে হয়, সে এখন পুরোপুরিভাবে ক্রিকেটে মনোযোগী আছে। এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তার সামর্থ্য নিয়ে কখনও কোন সন্দেহ নেই।’
ওয়ানডের অধিনায়ক ঘোষণার পর এখন তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সাকিব। কিন্তু পাপন জানান, ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব দলকে নেতৃত্ব দিবে কিনা সেটি জানতে তার সাথে আলোচনা করতে হবে।
পাপন বলেন, ‘আমি গতকাল তার সাথে ফোনে কথা বলেছি কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানতে তার সাথে আমাদের আর কথা বলা দরকার। এখন লঙ্কান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সে। তাকে আসতে দিন এবং কোন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিবে সেটি নিয়ে আমরা কথা বলবো। সেটি তিন বা এক বা দুই ফরম্যাটই হোক না কেন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।