পাঁচ ম্যাচের চারটিতে হেরে টাইগারদের সেমিফাইনাল স্বপ্ন একপ্রকার শেষই বলা যায়। পরের ধাপে যেতে হলে লিগ পর্বের বাকি ৪ ম্যাচ শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। এমন সমীকরণ নিয়ে আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
শক্তিমত্তার বিচারে ডাচদের থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। তবে বিশ্বকাপ বলেই এই ম্যাচে দুই দলের কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। ইতোমধ্যে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেটা জানানও দিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তারা। তবে সাকিব আল হাসানদের জন্য এই ম্যাচটি কঠিন হতে পারে সাবেক কোচ রায়ান কুকের জন্য।
বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক এই ফিল্ডিং কোচ। ২০১৯ সালের বিশ্বকাপের পর কুককে সাকিবদের ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে ছাঁটাই করে দেওয়া হয়। তাই টাইগারদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বেশ ভালোভাবেই জানা আছে তার। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ড্রেসিং রুমে কুকের এই উপস্থিতি নিজেদের জন্য বড় সুবিধা মনে করছেন দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
কুকের অভিজ্ঞতা পুঁজি করে বাংলাদেশকে হারানোর ছক আঁকছেন জানিয়ে ডাচ অধিনায়ক বলেন, ‘সে (কুক) বাংলাদেশের কোচ ছিল, অবশ্যই এটা আমাদের সহায়তা করছে। সে বাংলাদেশের সাথে অনেক দিন কাজ করেছে। অনেককে ব্যক্তিগতভাবে চেনে। এই দল সম্পর্কে যা জানে সেসব আমাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছে।’
এডওয়ার্ডস বলেন, ‘তবে বাংলাদেশ দলের অনেক খেলোয়াড় নতুন। অনেক পরিবর্তন এসেছে দলে। আমাদের নিজেদের স্কিল কাজে লাগাতে হবে। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে অনেক গর্বিত।’
দলের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে এডওয়ার্ডস বলেন, ‘আমরা আগে ইডেনের উইকেট দেখব। এরপর সিদ্ধান্ত নিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের শক্তি–দুর্বলতা নিয়ে কাজ করব। এরপর বুঝব, তাদের বিপক্ষে ম্যাচ আপটা কী হবে। আমি মনে করি, কিছু জিনিস গোপন থাকাই ভালো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।