ঢাকাFriday , 27 October 2023
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

সাকিবকে বাহবা দেয়া উচিত’

Sahab Uddin
October 27, 2023 11:51 pm
Link Copied!

বিশ্বকাপের মাঝপথে দল ফেলে হঠাৎ ঢাকায় চলে এসেছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে মুম্বাই থেকে দলের সঙ্গে পরের ম্যাচের ভেন্যু কলকাতায় না যাওয়ায় বাংলাদেশ অধিনায়ককে নিয়ে শুরু হয় সমালোচনা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সাকিব দল থেকে ছুটি নিলেও ঢাকায় ফিরে ছুটেছেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। দুদিন মিরপুরের ইনডোরে ব্যাটিং নিয়ে কাজ করেছেন বাংলাদেশ অধিনায়ক। এরপর গতকাল রাতেই কলকাতায় ফেরেন সাকিব।

আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে লাল-সবুজেরা। এর আগে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠে এসেছে সাকিবের ঢাকা সফর নিয়ে। সেখানে সাকিব ইস্যুতে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান দলের অধিনায়ক, এজন্যই কি তিনি এই সুযোগ পেলেন? এমন প্রশ্নও ছিল তাসকিনের কাছে। অন্য কোনো ক্রিকেটার হলে কি এই সুযোগ পেতেন? বাংলাদেশি পেসার দিয়েছেন ওই ব্যাখ্যাও। তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব (ভাই) ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। ক্রিকেট সংশ্লিষ্ট কারণেই গেছিলেন তিনি। অন্য কিছু না। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।’

গত দুই দিন অধিনায়কের অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলেছে কি না, কিংবা ক্রিকেটারদের এ নিয়ে প্রতিক্রিয়া কেমন সেটি জানতে চাওয়া হলে তাসকিন বলেন, ‘কোনো প্রভাব ফেলেনি। সে (সাকিব) উন্নতির জন্য দেশে গিয়েছে। আমাদের তাকে বাহবা দেয়া উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি এখানে। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।’

তিনি বলেন, ‘আসলে ধরেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে সে যখন কথা বলেছে, তার ব্যাটিং নিয়ে একটা কিছু অনুশীলন করা দরকার। আবার সেই দিনটা বিশ্রামের দিনও ছিল। কলকাতা থেকে কাছে ছিল। এজন্য আসলে সে গিয়েছে। সে তো আসলে অন্য কোনো পারপাসে যায়নি। ক্রিকেট সম্পর্কিত কাজে গিয়েছিল। কোচ আর ম্যানেজমেন্ট যখন বলেছে ওকে ফাইন। তখন সে গেছে। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।