চোখের সমস্যায় অস্বস্তিতে ভুগছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এরপরে বিপিএল। শত ব্যস্ততার মধ্যেও সেই সমস্যা নিয়েই লড়াই করে যাচ্ছেন ২২ গজের এই তারকা। সিলেট পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে তাকে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট পৌঁছান সাকিব আল হাসান। সে সময় টিম হোটেলে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি। পরে দলের পক্ষ থেকে তার খেলার বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিন দলীয় অনুশীলনে সাকিবের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি। ধারণ করা হয়েছিল, প্রথম ম্যাচে হয়তো তিনি খেলবেন না। তবে সিলেটে পা রাখার পরে সকল ধোঁয়াশা স্পষ্ট করা হয় দলের পক্ষ থেকে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বিপিএলের সিলেট পর্বে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে রংপুরের জার্সিতে সাকিবের পাশাপাশি খেলবেন পাকিস্তানি তারকা বাবর আজম।
বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে খুলনা টাইগার্স। দলটি রয়েছে টেবিলের শীর্ষে। অপরদিকে দুই ম্যাচ থেকে একটি জয় ও একটি হার নিয়ে টেবিলের তিনে রয়েছে সাকিবদের রংপুর। কাজেই ঘুরে দাঁড়ানোর জন্য দলের সঙ্গে সাকিবের থাকাটা গুরুত্বপূর্ণ।
ঢাকা পর্বের প্রথম ম্যাচে দলের সঙ্গে ছিলেন সাকিব। ব্যাট হাতে মাত্র ২ রান করলেও বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। চার ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও ফরচুন বরিশালের বিপক্ষে সেই ম্যাচে তার দল জিততে পারেনি। এবার সাকিবের হাত ধরে রংপুরের জয়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
সিলেটে আসার আগে বুধবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকায় এসে সাকিব একদিন বিশ্রাম নিয়েছেন। জানা গেছে, সাকিব মূলত এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথিতে (সিএসআর) আক্রান্ত। এর কারণে রেটিনার নীচে তরল পদার্থ জমা হয়। তাতে কোনোকিছু দেখতে সমস্যা হয়। সাকিবের চিকিৎসকেরা এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক ড. দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘সাকিব বাম চোখে সিএসআর সমস্যায় ভুগছেন। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ এবং পরীক্ষার পরে সেটি বোঝা গেছে। এই মুহূর্তে সমস্যা সমাধানের জন্য অপারেশনের প্রয়োজন পড়ছে না। তবে সুস্থ থাকার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।