ঢাকাSunday , 22 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবকে দলে রাখার প্রশ্নে যা বললেন শান্ত

Sahab Uddin
September 22, 2024 10:00 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটের পোস্টর বয় সাকিব আল হাসান। দেশের ক্রিকেট ইতিহাসে সেরা তারকাও বলা হয় তাকে। এই অলরাউন্ডরাকে ছাড়া বাংলাদেশ স্কোয়াডের কথা চিন্তাই করা যেতো না। সময়ের ব্যবধানে সেই সাকিবের জায়গাই এখন নড়বড়ে।
ব্যাটে-বলে যে সাকিবকে বাংলাদেশ এতদিন চিনতো, সেই সাকিবের এখন দেখা মিলছে না। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে কোনো উইকেটই পাননি সাকিব। অথচ আগে দলের ট্রাম্পকার্ড ছিলেন তিনি। এই টেস্টে ব্যাট হাতে মাত্র ৫৭ রান করেছেন সাকিব।

ম্যাচ শেষে সাংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাকিব প্রসঙ্গে একটি প্রশ্ন করা হয়। ওই সাংবাদিক জানতে চান, আমরা সবাই দেখতে পাচ্ছি সাকিব সবকিছুতে সংগ্রাম করছে, এমন একজন ক্রিকেটারকে দলে রাখা অধিনায়ক হিসেবে আপনার জন্য কঠিন হয় কী না?

ওই প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ।’ শান্ত এরপর বলেন, ি‘আমি যেটা বললাম, অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি নিবেদন কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি।’

টাইগার কাপ্তান যুক্ত করেন, ‘আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা। অনেকে ভাবতে পারে, সাকিব ভাই দেখে আমি বলছি। তবে এরকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত- সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন না যে, রান করছে বা রান করছে না।’

সাকিব প্রথম টেস্টে ব্যাটে-বলে ভূমিকা রাখতে পারেননি। প্রথম ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ রান করলেও আউট হয়েছেন অহেতুক শট খেলতে গিয়ে। বল করেছেন মাত্র ৮ ওভার। রান দিয়েছেন ছয়ের বেশি করে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন ২৫ রান। বল হাতে ১৩ ওভার বোলিং করে আগের মতোই রান দিয়েছেন। সব মিলিয়ে সাকিবকে নিস্প্রভ দেখাচ্ছিল অনফিল্ড। তবে শান্ত পারফরম্যান্স বিবেচনায় না নিয়ে তার নিবেদন কেমন সেটা নিয়েই ভাবছেন বেশি।

‘এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তাভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা। এই জিনিসগুলো দেখে আমি খুশি, দলে যে ১৫-১৬টা ক্রিকেটার আছে, তাদের নিয়ে আমি খুশি’- যুক্ত করেন শান্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।