চট্টগ্রামের বীর চট্টলায় অনুষ্ঠিত বিপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। দলের অধিনায়ক তামিম ইকবালের ৬১ রানের চমৎকার ইনিংসে বড় ভূমিকা রেখেছে এই জয়ে।
ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তানজিদ তামিমের ৬২ রানের ইনিংসে ১৯.৩ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। তবে বরিশালের সামনে ১৪০ রানের সহজ লক্ষ্য দাঁড়িয়ে ছিল। বরিশাল সহজেই লক্ষ্যে পৌঁছানোর পথে তামিমের ৪৮ বলের ৬১ রান এবং ডেভিড মালানের ৪১ বলের ৪৯ রানের ইনিংসে ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।
এদিকে, এই ইনিংস খেলার মাধ্যমে তামিম ইকবাল সাকিব আল হাসানকে ছাড়িয়ে বরিশালের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ড গড়েছেন। এর আগে সাকিব এবং তামিম দুজনেরই ছিল ছয়টি করে ফিফটি। আজ ৬১ রানের ইনিংস খেলে তামিম সপ্তম ফিফটির মাধ্যমে রেকর্ডটি নিজের করে নেন।
সাকিব বরিশালের হয়ে ২২ ইনিংসে ছয়টি ফিফটি করেছিলেন, তবে তামিম ৩০ ইনিংসে সাতটি ফিফটি করেছেন। তামিম বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন।
এই রেকর্ড গড়া ইনিংস দিয়ে তামিম শুধু নিজের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখেননি, বরিশালকেও শক্ত অবস্থানে নিয়ে গেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।