ঢাকাWednesday , 30 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ

BDKL DESK
October 30, 2024 6:47 pm
Link Copied!

বাংলাদেশের হয়ে সাদা পোশাকে লম্বা সময় ধরেই ধারাবাহিক পারফর্ম করছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে তিনি ব্যাটে-বলে দুর্দান্ত ছন্দে ছিলেন। এরপর ভারতের মাটিতেও বল হাতে তিনি সাফল্য পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে তিনি খেলেছেন ৯৭ রানের আর্যকরী এক ইনিংস, সেই সাথে বল হাতেও তিনি নিয়েছেন ২ উইকেট।

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলায় র‍্যাঙ্কিংয়েও উন্নতি হচ্ছিল টাইগার এই অলরাউন্ডারের। সেই সুবাদে এবার তিনি পৌঁছেছেন নিজের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে।

আইসিসির হালনাগাদকৃত অলরাউন্ডারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে মিরাজ ওঠে এসেছেন ৩ নম্বরে। ২৯৪ পয়েন্ট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন তিনি। দুই ধাপ এগিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, তাঁর রেটিং পয়েন্ট ৪৩৪, আর দুইয়ে আছেন রবীচন্দ্রন অশ্বিন, তাঁর পয়েন্ট ৩১৫।

এদিকে সাকিব সবশেষ টেস্ট খেলেছেন কানপুরে ভারতের বিপক্ষে। টাইগারদের সাবেক এই অধিনায়ক র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন, নেমে গেছেন চারে।

মিরাজ টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ আগালেও পিছিয়েছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে। তিনি অবস্থান করছেন ২১ নম্বরে, তবে এগিয়ে টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে, ৯ ধাপ এগিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে। টেস্টের ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবথেকে এগিয়ে আছেন মুশফিকুর রহিম, তিনি ১ ধাপ পিছিয়েছেন, আছেন ২৬ নম্বরে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়েছেন লিটন দাস, তিনি আছেন ৩৩ নম্বরে।

৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন জো রুট। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বল হাতে দারুণ ছন্দে আছেন তাইজুল ইসলাম। দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে তিনি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন, টেস্টে তিনি আছেন ১৮ নম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।