বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে কি চলে সে প্রশ্ন করা হলে যে কেউই উত্তরে বলতে পারবেন সাকিব-তামিম ইস্যু। যার নেপথ্যে রয়েছে ভিডিও এবং সাক্ষাৎকার! কিছুদিন ধরে আসন্ন বিশ্বকাপকে নিয়ে টাইগার ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তামিম ইকবালকে ছাড়াই এবারের ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। দেশসেরা এই ওপেনারকে বাদ দেয়ার পর থেকেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে দায়ী করছেন ভক্তরা। তাকে মীরজাফর বলেও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।
তবে সাকিব তার সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন তামিমের বাদ পড়ার পেছনে তার কোন ভূমিকা নেই। এসবের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির উম্মে আল হাসান।
আইসিসির একটি পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা তৈরি করা হয়েছে। সেখানে সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট এবং তার পরই আছেন সাকিব আল হাসান। ৩৪ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের ছবি সম্বলিত আইসিসির সেই পোস্টারটি শেয়ার করেছেন তার স্ত্রী। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুর ছাই! (ওহ ড্যাম) মীরজাফর কীভাবে এখানে এলো। নিশ্চয়ই এটি ভুয়া।’
সাকিবের সহধর্মিণীর এমন পোস্টে নেটিজেনরা সরব হয়ে উঠেছে। নিজের বরকে কেন মীরজাফর বললেন শিশির, এমন প্রশ্ন চারিদিকে ঘুরপাক খাচ্ছে? এক পক্ষ ঠিক বলেছেন বলে কমেন্ট করছে, অন্যদিকে আরেক পক্ষ বলছে ভাবী আপনি অনেক রসিক আছেন। তবে ঠিক কি কারণে তিনি এমন পোস্ট তার সঠিক কারণ আজানা থাকলেও অনেকেই ধারণা করতে পেরেছেন কেন সাকিবপত্নী এমনটি করেছেন।
তামিমকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার পর থেকে অনেকেই সাকিবকে মীরজাফর বলে সম্বোধন করে যাচ্ছে। তাদেরই যেন এই পোস্ট শেয়ার করে এক হাত নিলেন সাকিবপত্নী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।