তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম জাতীয় দল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলে টাইগারদের নতুন এই অধিনায়ক। সেখানে তিন ফরম্যাটের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা ওয়ানডেতে ভালো করছি। দল হিসেবে আমরা এখনও বড় কোনো শিরোপা জিততে পারিনি। কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি, দেশের হয়ে একটা শিরোপা নিয়ে আসতে পারি। এই পরিকল্পনা নিয়ে আগাব।’
টি-টোয়েন্টিতে দলের ভালো পারফরম্যান্সের কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আমরা যদি আরও কিছু জায়গায় উন্নতি করতে পারি তাহলে যেকোনো দলের বিপক্ষে যেকোনো কন্ডিশনে ভালো করতে পারব।’
এদিকে আঙুলের চোটের কারণে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা আলিস আল ইসলাম এই সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। তবে দলে পাওয়ার ক্ষেত্রে আলোচনায় ছিলেন সাইফুদ্দীন আহমেদও। সদ্য শেষ হওয়া বিপিএলে মাঝপথে দল পেয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। বরিশালের হয়ে ৯ ম্যাচ খেলে তিনি পেয়েছেন ১৫ উইকেট।
তবে দুর্দান্ত পারফর্ম্যান্স করেও দলে ডাক পাননি সাইফুদ্দীন। আলিসের বদলে জাকেরের ডাক পাওয়ার বিষয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘আমাদের পর্যাপ্ত স্পিনার আছে। রিশাদ খুব ভাল বল করেছে। ব্যাটার জাকের আলিকে নেওয়ার কারণ আমার মনে হয়েছে দলে মিডল অর্ডার ব্যাটার দরকার। নির্বাচক, কোচ সবারই মনে হয়েছে আরেকটা মিডল অর্ডার ব্যাটার দরকার। সেই কারণেই জাকেরকে ইনক্লুড করা।’
সাইফুদ্দীনকে নিয়ে শান্ত বলেন, ‘সাইফুদ্দিনের ব্যাপার যেটা মনে হয় ইনজুরি থেকে আসার পর খুব ভালোভাবে ফিরেছে। তবে ইনজুরি থেকে আসার পর এরকম একটা সিরিজ খেলা আমাদের ফিজিও যারাই ছিলেন সবার মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি এরকম (পারফরম্যান্স) চালিয়ে যাবে, সামনে ডিপিএল আছে। তাহলে সুযোগ থাকবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।