আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। অবশেষে, অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৪ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
১৫ সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। বাজে পারফরম্যান্সের পরও বিশ্বকাপের টিকিট পেয়েছেন লিটন দাস।
বুধবার (১৫ মে) বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে প্রধান কোচ বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে, সাইফউদ্দিনের চেয়েও জোরে। দুজনকে বিভিন্ন পরিস্থিতিতে সুযোগ দিয়ে দেখেছি। সাকিব চাপের মধ্যেও ভালো করে। সে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’
সাম্প্রতিক সময় ব্যাট হাতে বাজে সময় পার করছেন লিটন দাস। চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে তার ব্যাটিং গড় মাত্র ১৩। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও লিটন কেন বিশ্বকাপ দলে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন শান্ত।
টাইগার অধিনায়ক বলেন, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে। তবে আমরা নতুন কাউকে এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি, সে ভালোভাবে ফিরবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।