ঢাকাSunday , 13 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সরাসরি চুক্তিতে তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো চ্যাম্পিয়ন বরিশাল

Sahab Uddin
October 13, 2024 10:25 pm
Link Copied!

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির আসন্ন আসরের। এর আগে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এদিন ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়াবে নিজেদের পছন্দের তারকাদের।
আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বিপিএলের এবার আসরের ড্রাফট। প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে।

এদিকে ড্রাফট শুরুর একদিন আগে ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে দেখা গেছে বিপিএলে দল পেতে রেজিস্ট্রেশন করেছেন ৪৪০ বিদেশি। তবে দেখা যায়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, ইফতিখার আহমেদ, হাসান আলী, আসিফ আলীদের মতো তারকা পাকিস্তানি ক্রিকেটারদের।

সে হিসেবে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড় কেনার মাঠে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর দৌড়ঝাঁপ দেখা গেলেও অনেকটা চুপ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। যদিও সবার আগে বরিশাল দলের অধিনায়ক হিসেবে তামিমকে পরিচয় করিয়ে দেয়। এরপর আর কোনো খেলোয়াড়কে নেয়া নিয়ে কিছু জানায়নি। অবশেষে ড্রাফটের ২দিন আগে সরব হয় তারা। বরিশাল একসঙ্গে দুই ক্রিকেটারকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে তারা মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে। মুশফিককে তারা রিটেইন করেছে। অন্যদিকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে হৃদয়কে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।