স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে। আমাদের প্রত্যাশা এখন অনেক বেশি।
রিজিওনাল ফুটবলের ভিত্তি তৈরি করার, শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার এখনই সময়।’
বাফুফেকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপর এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, লাল-সবুজের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের হাতে স্বাক্ষরিত জার্সি শুধু একটি জার্সি নয়, এটি আমাদের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতীক। যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এই সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।’
উপদেষ্টা এক পোস্টে তারুণ্যের উৎসব ২০২৫ এর থিম সং ‘আমরা তরুণ যারা উঁচু করে শির, স্বপ্ন দেখাই এক নয়া পৃথিবীর। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তুলে ধরেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।