নড়াইলের কৌশিক সকলের কাছে মাশরাফী বিন মোর্ত্তজা নামে পরিচিত। ক্রিকেটের মাঠে যেন এক ভরসার নাম। আবার ২২ গজের বাইরে রাজনীতির মাঠেও নিজেকে নতুনভাবে চিনিয়েছেন এই ক্রিকেট তারকা। চলতি বিপিএলে তিনি খেলছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে। আর এবার মাঠে নেমে বিভিন্ন কথা শুনতে হয়েছে তাকে। যদিও সেসবে তিনি কান দেন না বলে জানিয়েছেন।
বিপিএলের দশম আসরের প্রথম তিন ম্যাচের একটিতেও জয় পায়নি মাশরাফীর সিলেট। যেখানে নবম আসরে তিনি দলকে টেনে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। শুক্রবার (২৬ জানুয়ারি) সবশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরেছে তার দল। এরপরে সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। সেখানে তিনি নিজের সমালোচনার বিষয়েও মুখ খুলেছেন।
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক বলেন, ‘সমালোচনা নিয়েই খেলতে হবে। এটার জবাবও কিছু নেই। এটায় (সামলোচনায়) জবাব দেয়াও যায় না। বরং খেলায় মনোযোগী হওয়ার চেষ্টা করা, ভালো খেলা, টিম জেতানো যায় কিনা- এসবের বাইরে তো আসলে আর কিছু নেই।’
মাশরাফীর সমালোচনা কারা করেন এটি তিনি জানেন। তবে তাদের নিয়ে কখনও কথা বলেন না। তিনি বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে কোনদিন কাউকে প্রতি আক্রমণ করিনি। এটা আমার আচরণে নেই। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটা চায়। যারা জয়ী হয় তাদেরকে নিয়েই চিন্তা করে। জয়ীদেরকেই মনে রাখে, এটা খুবই স্বাভাবিক। এটা শুধু ক্রিকেটের না, অন্য জায়গায়ও দেখবেন, যারা ভালো করে ওটাই শুধু বলবে। খারাপকে কেউ কিন্তু গ্রহণ করে না। আমরা যারা খেলছি চেষ্টা করছি সাধ্যমত ভালো করতে।’
সমালোচনা একপাশে ফেলে এগিয়ে যেতে চান ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, ‘এগুলো নিয়ে চিন্তা করার সময় এখন আমার নাই। পারফরম্যান্স এমন একটা জিনিস, ধরেন আমি তো গত দুই মাস বোলিংই করিনি। সুতরাং পরিষ্কারভাবে বার্তা ছিল যে, আমি পারব না। আজকে হয়তো একটু ভালো লাগছে বলে করেছি। আমি যেহেতু খেলছি সেহেতু আমাকে এভাবেই খেলতে হবে।’
মাঠের খেলা খারাপ হলে সমালোচনা হবে, এটি মাশরাফী জানেন। এ বিষয়ে তিনি বলেন, ‘পারফরম্যান্স যখন খারাপ হবে তখন আলোচনা-সমালোচনা হবে। আমার কাজ যেমন বোলিং করা, বোলিং খারাপ করলে তখন মাথায় নিতে হয় এসব। একজন বোলার হিসেবে ক্রিকেটারদের পারফরম্যান্স খারাপ হতেই পারে। কিন্তু বাইরের কথা শুনলে আপনি তো ফিরে আসতে পারবেন না। আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। আমার ক্যারিয়ারের ভালো সময়েও যে সবসময় ভালো করেছি তা না। খারাপ হয়েছে সমালোচনা হয়েছে। তবে ফিরে আসার বিষয়টা সব খেলোয়াড়ের ক্ষেত্রেই জরুরী।’
সমালোচনার মধ্যে মাশরাফীর বোলিং প্রসঙ্গটা কেন্দ্রে রয়েছে। এবারের বিপিএলে সিলেটের প্রথম দুই ম্যাচে তার খেলা নিয়েই আলোচনাটা শুরু। তবে এখানে আলোচনা-সমালোচনার কোনো সুযোগ দেখেন না তিনি। মাশরাফী বলেন, ‘আমি তো গত ৬-৭ বছর ধরে শর্ট রান-আপে বোলিং করি। কারণ আমার তো আর পেস বিষয় করে না। আর ফুল রান-আপ নিয়ে বোলিং করলে পেস বেশি হয় তাও না। একই পেস হয়। সুতরাং শট রান-আপেই বল করছি। গত ৫-৬ বছরেও আমি শর্ট রান-আপে করেছি। হয়তো এর থেকে একটু বড় ছিল। গত বছরে আমি ১৫ উইকেট পেয়েছি, এটাই। সুতরাং আপনি চেষ্টা করতে পারেন।’
মাশরাফী ২২ গজের মাটিতে এখনও সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। কখনও তিনি সফল হয়ে প্রশংসা কুড়াচ্ছেন, আবার কখনও ব্যর্থ হয়ে সমালোচনার মুখোমুখি হচ্ছেন। তবে তিনি থেমে থাকতে চান না। ক্রিকেটকে উপভোগ করে এগিয়ে যেতে চান, এমনটাই জানিয়েছেন। এ দিকে মাশরাফী কেবল ক্রিকেটে নয়, রাজনীতির মাঠেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-২ আসনে নির্বাচিত হয়েছেন। এর আগের মেয়াদেও প্রথমবারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তাকে সংসদের হুইপ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক রাজনীতির মাঠেও সফল হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।