ঢাকাWednesday , 4 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সব অধিনায়কের সামনে সাকিব, ‘এখন বিশ্বকাপে দেখানোর সময়’

Sahab Uddin
October 4, 2023 9:10 pm
Link Copied!

আর অল্প কিছু সময়ের অপেক্ষা। আগামীকাল আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। তার আগে টুর্নামেন্টের ঐতিহ্য মেনে আগের দিন হয়ে গেল ১০ দলের অধিনায়ক নিয়ে ‘ক্যাপ্টেন্স ডে’। বাংলাদেশ দল এই মুহূর্তে নিজেদের প্রথম ম্যাচ ভেন্যু ধর্মশালায় থাকলেও অধিনায়ক সাকিব আল হাসান আছেন আহমেদাবাদে।

ক্যাপ্টেন্স ডে সাকিবের জন্য নতুন না। এর আগে ২০১১ বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। এবারের এই আয়োজনে উপস্থাপনার দায়িত্বে ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মরগান। সেখানেই সাকিবকে শাস্ত্রী প্রশ্ন করেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া কতটা চাপের?

উত্তরে সাকিব সহজেই জানিয়েছেন, দলকে নেতৃত্ব দিতে কখনোই চাপ অনুভব করেন না তিনি। বরং অনুপ্রাণিত হন দলকে ভালো কিছু দেওয়ার ক্ষেত্রে।

‘না এমন (চাপ অনুভব) কিছু হয় না। বরং এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য। ব্যক্তিগতভাবে আমি পরিসংখ্যানে খুব একটা নজর দিইনা। এটা আসলে দলে অবদান রাখার ব্যাপার। আমার কাছে দলই আগে। ক্যারিয়ারজুড়ে এটাই আমার মোটো (লক্ষ্য) ছিল।’

দল হিসেবে বাংলাদেশ এবার চোখ রেখেছে সেমিফাইনালের দিকে। সাকিবের কাছেও প্রশ্ন ছিল দল নিয়ে। উত্তরে টাইগার অধিনায়ক জানালেন সন্তুষ্টির কথা, ‘আমি মনে করি প্রস্তুতি ভালো হয়েছে। যদি ২০১৯ বিশ্বকাপ থেকে গত ৪ বছরের কথা বলি তাহলে আমরা বোধহয় ৩ বা ৪ নম্বরে থেকে শেষ করেছি, ওয়ানডে সুপার লিগে।’

‘দল হিসেবে আমরা খুব ভালো করেছি। এখন সময় বিশ্বকাপে নিজেদের দেখানোর। আমাদের দল প্রস্তুত। আর আমাদের দেশের মানুষও প্রত্যাশা করছে এমন কিছু করবো যা আগে করিনি।’ যোগ করেন সাকিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।