শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। ৭ ম্যাচের সবকটি জিতে এখন তাদের পয়েন্ট এখন ১৪।
ভারতের বাকি দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা আর নেদারল্যান্ডসের বিপক্ষে। এই দুই ম্যাচে হারলেও আর সেরা চারের লড়াই থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা নেই রোহিত শর্মার দলের।
আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৩০২ রানের বড় ব্যবধানে হারায় ভারত। দাপুটে পারফরম্যান্সে রোহিতের দল উঠে গেছে পয়েন্ট তালিকায় সবার ওপরে।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে আর ৭ ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে চার নম্বরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।