ঢাকাWednesday , 20 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘সবাই টি-টোয়েন্টিকেই প্রকৃত ক্রিকেট মনে করছে’

Sahab Uddin
November 20, 2024 9:52 pm
Link Copied!

বাংলাদেশের ক্রিকেটারদের টেস্ট খেলার ইচ্ছে কম। বড় বড় অনেক তারকাই টেস্ট খেলতে চান না। টেস্ট বাদ দিয়ে বিপিএল ও সাদা বলে সীমিত ওভারের ক্রিকেটের প্রতিই তাদের আগ্রহ বেশি। এমন একটা অভিযোগ প্রায় শোনা যায়।

সেটি যে কেবল শোনা কথা নয়, জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাকের মন্তব্যে পরিষ্কার হলো সেটি। তিনি জানালেন, সত্যিই টেস্ট বা দীর্ঘ পরিসরের ম্যাচ খেলায় আগ্রহ কম বাংলাদেশের ক্রিকেটারদের। তার বদলে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতেই আগ্রহী বর্তমান প্রজন্ম।

দেশের ক্রিকেটের পরিচিত মুখ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক আজ বুধবার শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে বললেন, ‘চরম সত্য হলো, সবাই টি-টোয়েন্টি খেলার জন্য উন্মুখ।’

কেন হঠাৎ এমন মনে হলো? দেশের ক্রিকেটের সবসময়ের অন্যতম সেরা ও সফল বাঁহাতি স্পিনার রাজ্জাকের ব্যাখ্যা, ‘আসলে সবাই টি-টোয়েন্টি ফরম্যাটকেই প্রকৃত ক্রিকেট মনে করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ।’

দীর্ঘ দিন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলেছেন রাজ্জাক। খেলোয়াড়ি জীবনের সে অভিজ্ঞতা থেকে একটি ব্যাপার কিছুতেই মেলাতে পারছেন না বর্তমান নির্বাচক রাজ্জাক।

তার খুব ভালো জানা, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সব শ্রেণির ক্রিকেটাররা বেশি পারিশ্রমিক পান ঢাকার ক্লাব ক্রিকেট বা প্রিমিয়ার লিগ খেলে। কিন্তু বর্তমান প্রজন্ম সেই প্রিমিয়ার লিগ বাদ দিয়ে এখন টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি উৎসাহী হয়ে উঠেছে।
সেটা কেন? তা কিছুতেই মাথায় আসছে না রাজ্জাকের। তিনি বলেন, ‘যদিও আমি মনে করি গড়পড়তা সব ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগ থেকে বেশি আয় করে। তারপরও কেন যেন টি-টোয়েন্টির প্রতি বাড়তি ঝোঁক আগ্রহ সবার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।