ঢাকাSaturday , 22 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেটের ইতিহাস

BDKL DESK
February 22, 2025 10:25 pm
Link Copied!

টুর্নামেন্টের বয়স ২৭ বছর। প্রায় তিন দশকে হয়েছে বেশ অনেকগুলো সেঞ্চুরি। তবে ইংল্যান্ডের বেন ডাকেট আজ যা করেছেন, তা চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে ইতিহাস হয়ে। ওয়ানডে ফরম্যাটে আইসিসি স্বীকৃত দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই ট্রফিতে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের নয়া রেকর্ড গড়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেন ডাকেট খেললেন ১৬৫ রানের মহাকাব্যিক এক ইনিংস। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ডাকেট ছিলেন আগ্রাসী। ৫১ বলে ফিফটির পর ৯৫ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। মার্নাস ল্যাবুশেনের স্লোয়ার বলে লেগ বিফোরের আগে ১৪৩ বলে করেছেন ১৬৫ রান। যে ইনিংসের সুবাদে ভেঙেছেন একাধিক রেকর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিজ দেশের সাপেক্ষে তো বটেই, যেকোন বিচারেই এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ রানের ইনিংসটাকে। ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটার অ্যাস্টল। সেই ম্যাচে তিনি ছিলেন অপরাজিত।

১৪৫ রান ছিল আরও একজনের। তিনি জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার। ভারতের বিপক্ষে ২০০২ সালে কলম্বোতে খেলেছিলেন ১৪৫ নামের ম্যারাথন ইনিংসটা। যদিও ফ্লাওয়ার সেদিন ম্যাচটা জেতাতে পারেননি রোডেশিয়ানরা। আর ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান ছিল জো রুটের। ২০১৭ সালে বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে ১৩৩ রানে অপরাজিত ছিলেন রুট।

বেন ডাকেট অবশ্য এদিন ইংলিশ ক্রিকেটের আরও এক রেকর্ড ভেঙেছেন। আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন আজ। পেছনে ফেলেছেন ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অ্যান্ড্রু স্ট্রসের ১৫৮ রানের ইনিংসটাকে। ১৪ বছর পর বেন ডাকেটের ব্যাটে ভর করে ইংলিশ ক্রিকেট পেয়েছে নতুন রেকর্ড।

ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ইতিহাসেই ৫ম সর্বোচ্চ ইনিংস আজ খেলেছেন ডাকেট। সবার ওপরে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের ১৮২ রানের ইনিংসটা। এরপরে আছে জেসন রয়ের ১৮০ (প্রতিপক্ষ – অস্ট্রেলিয়া), অ্যালেক্স হেলসের ১৭১ (প্রতিপক্ষ – পাকিস্তান) এবং রবিন স্মিথের ১৬৭ রানের (প্রতিপক্ষে – অস্ট্রেলিয়া) ইনিংস।

এদিন জো রুটের সঙ্গে ১৫৮ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়েছেন বেন ডাকেট। রেকর্ডের হিসেব আছে সেখানেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোন উইকেটে যেকোন দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ১ রানের জন্য সর্বোচ্চটা নিজেদের করে নেয়া হয়নি দুজনের। সবচেয়ে বেশি ১৫৯ রানের জুটি গড়েছিলেন মরগান এবং স্টোকস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।