ঢাকাSaturday , 31 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সবখানে স্বচ্ছতা ও সম্মান থাকতে হয়, ফারুকের অপসারণ প্রসঙ্গে হাথুরুসিংহে

BDKL DESK
May 31, 2025 6:49 pm
Link Copied!

দায়িত্বে অবহেলা ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশের কোচের পদ থেকে অপসারণ করে বিসিবি। যদিও লঙ্কান কোচ সব অভিযোগ অস্বীকার করেন।

হাথুরুসিংহে বরখাস্ত হন বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের সময়ে। সভাপতি পদে বসার পরপরই তিনি লঙ্কান কোচকে অপসারণের ইচ্ছার কথা জানান। যে কারণে হাথুরুসিংহের বরখাস্তের পেছনে অনেকে তার একক ভূমিকা দেখেছিলেন। বিষয়টি উঠে এসেছে ফারুকের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো ৮ বিসিবি পরিচালকের অনাস্থা চিঠিতে। সেখানে বলা হয়েছে, ফারুক অন্য পরিচালকদের মতামত না নিয়েই হাথুরুকে বরখাস্ত করেছিলেন, অর্থাৎ যথাযথ প্রক্রিয়া না মেনেই।

৮ পরিচালকের অনাস্থার পাশাপাশি বিপিএলে ব্যর্থতায় দায়ে ক্রীড়া পরিষদ ফারুকের পরিচালক পদ বাতিল করে, ফলে স্বয়ংক্রিয়ভাবে তার বিসিবি সভাপতির পদ চলে যায়। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, গতকাল তিনি দায়িত্বও গ্রহণ করেছেন।

বাংলাদেশ ক্রিকেটের এই ঘটনাবলি সম্পর্কে ওয়াকিবহাল টাইগাদের সাবেক কোচ হাথুরু। নিজের বরখাস্ত হওয়ার ব্যাপারটিকে অন্যায্য দাবি করা হাথুরু সবখানে স্বচ্ছতা ও শ্রদ্ধা থাকা উচিত বলে মন্তব্য করেছেন।

ফারুকের অপসারণ হওয়ার বিষয়টি নিয়ে সরব হয়ে লিংকডইনে লঙ্কান কোচ লিখেছেন, ‘বিসিবি সভাপতিকে অপসারণের পেছনের একটি কারণ নাকি যথাযথ প্রক্রিয়া না মেনে আমাকে কোচের পদ থেকে বরখাস্ত করার বিষয়টি। মাঠের ভেতরে এবং বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া এবং সম্মান গুরুত্বপূর্ণ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।