সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে সন্ধ্যায় শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। আজ জিতলেই ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক দলের।
গ্রুপের শেষ ম্যাচে দুর্বল ভুটানের বিপক্ষে খেলবে আফিদারা। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১০ গোলে উড়িয়ে দেয় ভারত। তাদেরকে হারিয়েই এর আগে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। কমলাপুরে সন্ধ্যায় সাতটায় মুখোমুখি হবে দু দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।