সাকিব আল হাসান মানেই ভিন্ন কিছু। সকালে ঢাকা তো বিকেলে মাগুরা এমন হয়েছে বহুবার। আজ শনিবার ঘটেছে অন্য এক ঘটনা। দুপুরে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন বিশ্বসেরা অলারাউন্ডার সাকিব। এরপর কে ভেবেছিল একইদিনে সাবেক এই অধিনায়ককে পাওয়া যাবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এমনটিই হলো আজ বিকেল নাগাদ।
নিজের সন্তানদের নিয়ে সাকিব হাজির মিরপুরের সবুজ গালিচায়। ছেলে আইজাহ আল হাসান এবং ছোট মেয়ে ইরাম আল হাসান মাঠে ফুটবল খেলায় ব্যস্ত হয়ে পড়েন। পরে সেখানে যোগ দেন ক্রিকেটার ইমরুল কায়েস। আইজাহের সাথে মেতে উঠেন খুনসুটিতে। আইজাহ আর ইরামের এবারই প্রথম বাবার সঙ্গে মাঠে আগমন।
সাকিবের সঙ্গে পরে দেখা যায় ক্রিকেটার নাইম ইমলাম, ফজলে মাহমুদ রাব্বিকেও। যদিও বড় মেয়ে আলাইনা হাসান অব্রিকে শুরুতে দেখা যায়নি মাঠে, পুরোটা সময় ছিলেন ড্রেসিংরুমে বসেই।
কিন্তু সাকিব নিজেই জানিয়েছিলেন বড় মেয়ের প্রতি বাড়তি অনুরাগের কথা। তাকে ড্রেসিংরুমে রেখে তিনি মাঠে থাকেন কি করে। সাকিব তাই একপর্যায়ে ড্রেসিংরুমে উঠেছেন। বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে আলাইনাকে নামিয়েছেন মাঠে। পরে বাবা আর ছোট ভাইবোনদের সঙ্গে আলাইনাও মেতেছেন খেলায়।
সাকিব আল হাসান এই মুহূর্তে কিছুটা ব্যস্ততার বাইরে। চোখের সমস্যার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার সঙ্গে চলমান সিরিজ থেকে। তবে একেবারেই ব্যাট-বলের সঙ্গে সখ্যতা যে নেই, তা নয়। নাম্বার ওয়ান অলরাউন্ডারের পরের যাত্রা ঘরোয়া ক্রিকেটে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে এবারের ডিপিএল খেলবেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।