ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা দেওয়ান চৌধুরী আজ সকালেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন এই ফুটবলার। গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হলেও এবারই প্রথম দেশের মাটিতে খেলতে নামবেন তিনি।
জুনের ফিফা উইন্ডোতে দেখা যাবে নতুন এক বাংলাদেশ। প্রথমবারের মতো দেশের মাটিতে খেলতে দেখা যাবে হামজা চৌধুরীকে। মাঝমাঠে তার সঙ্গী হবেন সমিত সোম। থাকছেন ফাহামিদুল ইসলামও। শক্তিশালী দল নিয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারানোর ব্যাপারে আশাবাদী লাল-সবুজ জার্সিধারীরা। সেই ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন হামজা।
হামজা আজ (সোমবার) সকালেই ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছান। এরপর দুপুরে হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকাল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হাজির হন লেস্টার সিটির এই তারকা। অনুশীলনে তাকে এক নজর দেখতে ভক্ত-সমর্থকরা স্টেডিয়ামের বাসের সামনে ভির জমালেও নিরাপত্তাবলয়ের কারণে নিরাশ হতে হয়েছে তাদের।
ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্লোজড ডোর অনুশীলন করাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। ফলে দর্শক তো দূরের কথা, গণমাধ্যমেরও সেখানে ঢোকার অনুমতি নেই। তবে দলের বাইরে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ও স্টেডিয়াম সংশ্লিষ্ট অনেকে ছিলেন অনুশীলনের সময়। পরবর্তীতে বাফুফে অবশ্য অনুশীলনের ছবি ও ভিডিও সরবরাহ করেছে।
১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। যে ম্যাচ সামনে রেখে ৩০ মে ক্যাম্প শুরু করা হয়েছে। প্রথম দিনে ২৬ জনের মধ্যে ২৪জন রিপোর্ট করেন। ইংল্যান্ড থেকে এসে আজ ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা। আগামীকাল কানাডা থেকে এসে ক্যাম্পে যোগ দেবেন ক্যাভালরি এফসির তারকা সমিত সোম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।