দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সংসদ সচিবালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানিয়েছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির নির্দেশে সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সূত্র অনুযায়ী, সোমবার (২২ জানুয়ারি) জারি হতে পারে সেই প্রজ্ঞাপন।
এর আগে গত ১০ জানুয়ারি নূর-ই আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ পদে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে আওয়ামী লীগ। হুইপ পদে বহাল থাকছেন ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। হুইপের তালিকায় নতুনদের মধ্যে আসতে যাচ্ছেন মাশরাফী, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। আগেরবার শুধু এমপি হিসেবে দায়িত্ব পালন করলেও এবার আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।