শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে দাপুটে খেলে ড্র করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শেষ দিনে শ্রীলঙ্কাকে ৩৫১ রানের লক্ষ্য দেয় ইমার্জিং টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৬৯ রান করে দিন শেষ করে লঙ্কানরা।
ডাম্বুলাতে শুক্রবার (২৮ অক্টোবর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়।
দুই ইনিংস মিলিয়ে টাইগারদের চেয়ে ৩৫০ রান পিছিয়ে ছিল লঙ্কানরা। যে কারণে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৫১ রান। অপরদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ উইকেট। শেষ দিনে ৫ উইকেট হারিয়ে ৬৯ রান করে শ্রীলঙ্কা।
এর আগে গত বুধবার (২৫ অক্টোবর) টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দুইদিন খেলে ৯ উইকেট হারিয়ে ৫০১ রান করে টাইগাররা। দলের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন আইচ মোল্লা। ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
লঙ্কানদের হয়ে ১০৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ইশান মালিঙ্গা।
তৃতীয় দিনে বাংলাদেশের ৫০১ রানের জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৯৮ রান নিয়ে ইনিংসে ঘোষণা করে লঙ্কানরা। ৫৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন উদীয়মান স্পিনার হাসান মুরাদ।
২০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আজ চতুর্থ আবার ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৭ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।