ঢাকাFriday , 24 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল বাংলাদেশ

BDKL DESK
October 24, 2025 10:55 pm
Link Copied!

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমে ২-০ সেটে এগিয়ে থেকেও লঙ্কানদের প্রতিরোধের মুখে পঞ্চম সেটে গড়ায় ম্যাচ, যেখানে স্নায়ু ধরে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। শুরু থেকেই দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম সেটে বাংলাদেশ ২৫-২০ পয়েন্টের ব্যবধানে জিতে নেয়। এরপর দ্বিতীয় সেটেও ২৫-২১ পয়েন্টে জয় তুলে নিয়ে স্বাগতিক দল ২-০ সেটে সুবিধাজনক অবস্থানে চলে যায়।

কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তৃতীয় সেটে তারা ছন্দ খুঁজে পায় এবং বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে। এই সেটে শ্রীলঙ্কা ২৫-১৫ পয়েন্টে জয়ী হয়। এরপর চতুর্থ সেটেও টানটান উত্তেজনার পর শ্রীলঙ্কা জিতে নেয় ২৫-২২ পয়েন্টে। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে।

নির্ধারিত সেটে এসে লড়াই আরও জমে ওঠে। একপর্যায়ে দুদলের পয়েন্ট সমান ১১-১১ এ পৌঁছায়। এই কঠিন মুহূর্তে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের স্নায়ু ধরে রাখে এবং দুর্দান্ত খেলা উপহার দিয়ে টানা চার পয়েন্ট তুলে নেয়। শেষ পর্যন্ত ১৫-১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো দল।

এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নাঈম। এর আগে টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে নেপালকেও ৩-২ সেটে পরাজিত করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।