শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাল বলের খেলা শেষে এবার রঙিন পোশাকের ক্রিকেটে স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে দুই দল।
বুধবার (২ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩ টায় মাঠে গড়াবে খেলা। এর আগে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজ দিয়েই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের। একই সঙ্গে ২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ এমন একটি ম্যাচ খেলতে নামছে যে ম্যাচে নেই পঞ্চপান্ডবের কেউ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ঈশান মালিঙ্গা এবং আসিথা ফার্নান্দো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।