শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝেই ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ১৬ সদস্যের এই দলে ফিরেছেন নাঈম শেখ। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দুই বছর আগে। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।
আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, সৌম্য পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি। তার জায়গায় গত ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করা নাঈমকে নেওয়া হয়েছে।আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটে নেতৃত্ব দিতে যাচ্ছেন মিরাজ।
বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।