৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৬তম আসর শুরু করবে বাংলাদেশ। এর আগে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে।
এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারনে পাকিস্তান সফরে রাজি নয় ভারত। এজন্য পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান-শ্রীলংকা।
টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ^কাপ। এজন্য বিশ^কাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। নেপাল ছাড়া ওয়ানডে বিশ^কাপে খেলবে টুর্নামেন্টের বাকী পাঁচটি দল।
এশিয়া কাপের সূচি :
গ্রুপ পর্ব :
৩০ আগস্ট | পাকিস্তান-নেপাল | মুলতান |
৩১ আগস্ট | বাংলাদেশ-শ্রীলংকা | ক্যান্ডি |
০২ সেপ্টেম্বর | পাকিস্তান-ভারত | ক্যান্ডি |
০৩ সেপ্টেম্বর | বাংলাদেশ-আফগানিস্তান | লাহোর |
০৪ সেপ্টেম্বর | ভারত-নেপাল | ক্যান্ডি |
০৫ সেপ্টেম্বর | আফগানিস্তান-শ্রীলংকা | লাহোর |
সুপার ফোর : | ||
০৬ সেপ্টেম্বর | এ১-বি২ | লাহোর |
০৯ সেপ্টেম্বর | বি১-বি২ | কলম্বো |
১০ সেপ্টেম্বর | এ১-এ২ | কলম্বো |
১২ সেপ্টেম্বর | এ২-বি১ | কলম্বো |
১৪ সেপ্টেম্বর | এ১-বি১ | কলম্বো |
১৫ সেপ্টেম্বর | এ২-বি২ | কলম্বো |
ফাইনাল :
১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।