চলমান বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই খুলনা টাইগার্স। এই মুহূর্তে ১০ ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয়লাভ করেছে দক্ষিণ অঞ্চলের এই দলটি। গ্রুপ পর্বে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে খুলনা দলের। স্বপ্নটা এখনো শেষ হয়নি তাদের। আর সেটা টিকিয়ে রাখতেই কি না শেষ সময়ে দলে টেনেছে নতুন এক পেসারকে।
আর দুই ম্যাচ বাকি থাকতে খুলনা দলে বাংলাদেশি পেসার মুশফিক হাসানকে যুক্ত করলো তারা। আজ বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিক। ঢাকা পোস্টকে খুলনার টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনজুরির কারণে চলমান আসরের ড্রাফটে ছিলেন না মুশফিক। পরে ইনজুরি থেকে এখন পুরোপুরি ফিট হয়েছেন। এরপরেই তিনি ডাক পেলেন খুলনা দলে।
চলতি আসরে খুলনা টাইগার্সের বাকি আছে আর দুই ম্যাচ। বর্তমানে টেবিলের ৫ম স্থানে থাকা দলটির পরের দুই ম্যাচ রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। সেই দুই ম্যাচে জয় পেলে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।