ঢাকাFriday , 19 April 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষ ম্যাচ জিতে রেলিগেশনের শঙ্কামুক্ত পারটেক্স

Sahab Uddin
April 19, 2024 9:09 pm
Link Copied!

শেষ ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়ে রেলিগেশন শঙ্কা থেকে মুক্ত হলো পারটেক্স স্পোর্টিং ক্লাব। আজ শুক্রবার বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৩ উইকেটর গুরুত্বপূর্ণ জয়ে রেলিগেশন লিগ এড়ালো পারটেক্স।

প্রিমিয়ার ক্রিকেট লিগের বাইলজ ও প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতিবার পয়েন্ট টেবিলের নীচের দিকের ৩ দল (১০, ১১ ও ১২ নম্বর ) রেলিগেশন লিগ খেলতে হয়। এবার প্রথম পর্বের ১১ ম্যাচ শেষে ৪ দল; পারটেক্স স্পোর্টিং, সিটি ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি সমান্তরালে। এই ৪ দলই সমান দুটি করে ম্যাচ জিতেছে। তাদের সবার পয়েন্ট সমান ৪ করে।

যে কারণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বাইলজ অনুযায়ী এই ৪ দলের অবস্থান নির্ধারণে সবার আগে বিবেচনায় আনা হয়েছে, পারস্পরিক মোকাবিলায় কোন দলের জয় বেশি। সে হিসেবে ৪ দলের মধ্যে পারটেক্স স্পোর্টিংয়ের জয় বেশি। লিগে পারটেক্স স্পোর্টিং আগেই গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে হারিয়েছিল।

শুক্রবার শেষ ম্যাচে হারালো রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকেও। তাই পারটেক্সের জয় হলো দুটি। আর সিটি ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ও গাজী টায়ার্স প্রত্যেকের পারস্পরিক মোকাবিলায় আছে একটি করে জয়। তাই পারটেক্স নিরাপদ অবস্থানে থেকে গেছে।

সিট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ও গাজী টায়ার্স খেলবে রেলিগেশন লিগে। এই ৩ দলের লড়াইয়ে নীচের দিকের ২ দল রেলিগেটেড হয়ে নেমে যাবে প্রথম বিভাগে।

আজকের ম্যাচে পারটেক্সের জয় সহজ ছিল না। জিততে দরকার ছিল ২৬০ রানের। ওপেনার জসিম উদ্দীন (১১১ বলে ৮১), সোহাগ গাজী (৫৬ বলে ৪ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৬৭) এবং সাদমান ইমনের ( ৩৭ বলে ৪২) কার্যকর উইলোবাজিতে ২৫৯ রানের লড়াকু স্কোর পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
জবাবে তানবির হায়দার (৮০ বলে ৭২*) আর আহরার আমিনের ( ৫৮ বলে ৫ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৫৮) জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ বল আর ৩ উইকেটে হাতে রেখেই জয় তুলে নেয় পারটেক্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।