ভুটানের বিপক্ষে দুইটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমিটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। রোববার (৮ সেপ্টেস্বর) দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলার লক্ষ্য ছিল জামাল-মোরসালিনদের। কিন্তু উল্টো তারা হেরে গেছে সফরকারীরা। ফিফা র্যাংকিংয়ে দুইধাপ এগিয়ে থাকা ভুটান শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ৯০ মিনিটের মাথায় গোল হজম করে সফরকারীরা।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লাল-সবুজের জার্সিধারীরা। গত ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ১-০ গোলে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু আজ আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জামাল ভূঁইয়ারা।
আজকের ম্যাচটি অবশ্য ড্র হওয়ার পথেই ছিল। ম্যাচের অন্তিম মুহুর্তে গোল করে স্বাগতিক ভুটান। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ইনজুরি সময়ের শুরুতে ডান প্রান্ত থেকে এক ক্রসে বদলি ফুটবলার ওয়াঙচুক কিগা প্লেসিংয়ে গোল করেন। বাংলাদেশের ডিফেন্ডাররা অফ সাইড দাবি করলেও রেফারি এতে কর্ণাপত করেননি। গোলরক্ষক মিতুল মারমার এই গোলে তেমন দায় নেই।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোল শোধের মতো কিছুই করতে পারেনি। উল্টো সাধারণ বল রিসিভ করতে না পেরে ভুটান বাংলাদেশের অর্ধে থ্রো পেয়েছে। কিছুক্ষণ পর রেফারি শেষ বাশি বাজালে চাংলিমিথাং স্টেডিয়ামে ‘ভুটান ভুটান’ রব উঠে।
ভূটানের মাঠিতে সবশেষ ২০১৬ সালে খেলতে নেমে হেরে ছিল বাংলাদেশ। আট বছর পর আবার সেই ভুটানে প্রীতি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ভালো সূচনা করলেও শেষটা ভালো হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।