নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে এবং ৮৫ মিনিটে গোল করে সমতায় ফেরে নেপাল। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে যোগকরা সময় দেওয়া হয় ৭ মিনিট। তবে নানা কারণে সেটিও গড়ায় ১০ মিনিটেরও বেশি। সেই যোগকরা সময়ের একদম শেষ মুহূর্তে তৃষ্ণা রাণী গোল করে আনন্দে ভাসান পুরো দলকে। তৃষ্ণার সেই গোলের পরই বাজে ম্যাচ শেষে বাঁশি।
কিংস অ্যারেণায় ম্যাচের ৫৪ মিনিটে ঘটা এক ঘটনায় লাল কার্ড দেখেন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। বল দখলের লড়াইয়ে থাকা অবস্থায় সাগরিকা ও সিমরান রায়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে সাগরিকার চুল টেনে ধরেন সিমরান। অন্য খেলোয়াড়রা থামাতে এলে পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় সাগরিকা নেপালের আরেক খেলোয়াড়ের ওপর চড়াও হন। রেফারি দুজনকেই দেখান লাল কার্ড।
তার আগে ১৪ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝ মাঠ থেকে সাগরিকা বল পেয়ে অনেকটা দৌড়ে বক্সের সামনে বাড়ান মুনকিকে। এই ফরোয়ার্ড বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলের জন্য শট নিলে নেপাল গোলকিপারের পায়ের ফাক দিয়ে যায়। তবে বল গোললাইন থেকে ফেরান নেপালের গঙ্গা রোকায়া। ফিরতি বল অনায়াসে জালে পাঠান শিখা।
৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। শান্তির ক্রস পেয়ে দুই দফায় গোলকিপারের গায়ে মারেন শিখা, তৃতীয় দফায় সেই বল জালে পাঠান সাগরিকা। দুই ম্যাচে দুই জয়ে চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

