ঢাকাSaturday , 26 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

Sahab Uddin
October 26, 2024 6:10 pm
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গেল বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিনেই প্রথম টেস্ট শেষ হয়। নাজমুল হোসেন শান্তদের দেওয়া ১০৬ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই তুলে নেয় সফরকারী এইডেন মার্করামের দল। ফলে দ্বিতীয় টেস্ট হবে টাইগারদের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।

সেলক্ষ্যে আজ শরিবার দুপুরে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ দল। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা দলও দীর্ঘ সময় পর এশিয়ায় সিরিজ জয়ের লক্ষ্যে সেখানে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। প্রথম টেস্টের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে, ফিরেছেন খালেদ আহমেদ।

প্রথম টেস্টে বাংলাদেশ কেবল একজন পেসার নিয়ে খেলেছিল, অলরাউন্ডার মেহেদী মিরাজসহ স্পিনার ছিলেন তিনজন। বল হাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, বাংলাদেশ হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। যদিও বোলার কমিয়ে সেই ম্যাচে ব্যাটারের সংখ্যা বাড়িয়েছিল স্বাগতিকরা।

এদিকে, মিরপুরে দক্ষিণ আফ্রিকার জয় ১০ বছর পর কোনো এশিয়ান ভূমিতে প্রথম। এর আগে সর্বশেষ ২০১৪ সালে তারা শ্রীলঙ্কার গলে টেস্ট জিতেছিল। এরপর এশিয়ায় আরও ১৪টি টেস্ট খেললেও জয়বঞ্চিত ছিল প্রোটিয়ারা। এর মাঝে ৯টিতেই তারা হেরেছিল। এবার তাদের সামনে সিরিজ জয়ের সুযোগও হাতছানি দিচ্ছে।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।