ঢাকাSunday , 2 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেফিল্ড অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

BDKL DESK
February 2, 2025 12:23 pm
Link Copied!

সব ঠিক থাকলে আগামী মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। এর আগেই ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে অভিষেক হয়ে গেল তার। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে গত রাতে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে শেফিল্ড, যা তাদের প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে।

লেস্টার সিটিতে মূল দলে সুযোগ কম পাওয়ায় চলতি মৌসুমে হামজাকে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাঠানো হয়। কোচ ক্রিস ওয়াইল্ডার শুরু থেকেই তার ওপর আস্থা রাখেন এবং অভিষেক ম্যাচেই তাকে পুরো ৯০ মিনিট খেলান। হামজাও তার আস্থার প্রতিদান দিয়েছেন অসাধারণ পারফরম্যান্সে।

ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ, লম্বা পাসে সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, বল কেড়ে নিয়েছেন তিনবার এবং ইন্টারসেপশন করেছেন দুবার।

এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটি তার প্রাপ্যই ছিল। শেফিল্ড ইউনাইটেডের এক্স (টুইটার) পেজে ম্যাচসেরা নির্বাচনে ভোটে ৭০.৫০ শতাংশ ভোট পেয়েছেন হামজা। ক্লাবটি তার একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘অভিষেকেই প্লেয়ার অব দ্য ম্যাচ পারফরম্যান্স।’
গুগল ইউজার রেটিংয়েও ৫–এর মধ্যে সর্বোচ্চ ৪.৬ পেয়েছেন হামজা, যেখানে গোলদাতা ব্রেন্টন দিয়াজ পেয়েছেন ৪.৫।

ম্যাচ শেষে কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, ‘হামজা দারুণ খেলেছে। অনেক দিন মাঠে নামেনি, তবু নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছে। আমি ভেবেছিলাম ৭০ মিনিটে বদলি করব, কিন্তু তখনও ও এত ভালো খেলছিল যে সেটা আর করিনি।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট ৬১, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের ৬৩। শেফিল্ডের পরবর্তী ম্যাচ শনিবার পোর্টসমাউথের বিপক্ষে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।