ঢাকাSunday , 1 December 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

শূন্যে আউট হয়ে লজ্জার রেকর্ডে মুমিনুল

Sahab Uddin
December 1, 2024 2:53 pm
Link Copied!

রাউন্ড দ্য উইকেট থেকে বলটি বাইরে বরে করে দিয়েছিলেন কেমার রোচ। বাঁহাতি মুমিনুল হক ব্যাট ধরেছিলেন অফ স্টাম্প বরাবর। কিন্তু বল যাচ্ছিল কাল্পনিক ফোর্থ স্টাম্পের দিকে। ফলে এজ হন তিনি, ঝাঁপিড়ে পড়ে গ্লাভসে বল জমা করেন জশুয়া ডা সিলভা। ৬ বলের ডাকে আউট হন মুমিনুল।

এ নিয়ে টেস্টের ১২৮ ইনিংসে ১৭ বার শূন্যে আউট হলেন মুমিনুল। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। মুমিনুল মুক্তি দিয়েছেন আশরাফুল ইসলামকে। টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান ১৬ বার ডাক মেরেছেন। সবচেয়ে বেশি ৪৩টি ডাক কোর্টনি ওয়ালশসের। তবে বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২২টি ডাক সাবেক লঙ্কান মারভান আতাপাত্তুর।

সাবিনা পার্কে মুমিনুলের আগে ৩ রান করে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। তার ঘাতকও রোচ, ক্যাচ ধরেন সিলভা। পাঁচ ঘণ্ট পরে শুরু হওয়া টেস্টে ২ উইকেটে ৬৯ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। সাদমান ইসলাম ৫০ ও শাহাদাত হোসেন দিপু ১২ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন।

ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বলার মতো নেই আর কিছুই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।