মামুলি লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ফিল সল্ট। ওমানের বাঁহাতি পেসার বিলাল খানের প্রথম বলটি এক্সট্রা কভারের উপর দিয়ে উড়িয়ে সীমানা পার করেন। পরের বলে কভারের উপর দিয়ে পাঠান। এতে লেখা হয়ে গেছে নতুন ইতিহাস। শুধু বিশ্বকাপে নয়, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কোনো ইনিংসের প্রথম দুই বলে ছক্কা মারার এটাই প্রথম ঘটনা।
২০২৩ সালে স্পেনের বিপক্ষে ইসলে অব ম্যান ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে স্পেন মাত্র ২ বলে খেলা শেষ করে দেয়। ইউরোপের দেশটি ১১৮ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলেছিল। সেই খেলায় স্পেনের আওয়াইস আহমেদও ইনিংসের প্রথম দুটি বৈধ ডেলিভারিতে ছক্কা মেরেছিলেন। কিন্তু সেদিন বোলার জোসেফ বারোজের করা ওভারের প্রথম ডেলিভারিটি ‘নো বল’ ছিল। সেজন্য আসলে দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারি বৈধ হিসেবে প্রথম ও দ্বিতীয় ডেলিভারি হয়ে যায়। সল্টের ক্ষেত্রে যা ভিন্ন, এবং ইতিহাসেই প্রথম।
ওমানকে ৯ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম জয়ের মুখ দেখেছে ইংল্যান্ড। ১০১ বল হাতে রেখে পাওয়া জয়ে নতুন কীর্তি গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে এটি সর্বাধিক বল হাতে রেখে জয়ের রেকর্ড। রানরেট অনেকখানি বাড়িয়ে নেয়ার ফলে টিকে থাকছে জস বাটলারের দলের সুপার এইটে যাওয়ার আশাও।
শুক্রবার অ্যান্টিগায় বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়ানো বি-গ্রুপের খেলায় ১৩.২ ওভারে মাত্র ৪৭ রান তুলে গুটিয়ে যায় ওমান। জিততে ইংলিশরা খেলেছে সবে ১৯ বল, ৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ে নোঙর করেছে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই রেকর্ডের পরিসংখ্যান অবশ্য চোখ কপালে ওঠার মতোই। ইতিহাসটা জানতে আবারো ২০২৩ সালে স্পেনের ও ইসলে অব ম্যানের সেই ম্যাচের স্কোরবোর্ডে তাকাতে হবে। ইসলে অব ম্যান ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে স্পেন মাত্র ২ বলে খেলা শেষ করে দেয়। ইউরোপের দেশটি ১১৮ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলেছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।