প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে জিতলো লিভারপুল। তাতে লোটন টাউনকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে, খেলার ১২ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। লোটন টাউনকে এগিয়ে দেন আইরিশ ফরোয়ার্ড চিডেজি ওগবিন।
এক গোলে পিছিয়ে থাকা লিভারপুল বিরতি থেকে ফিরে এসে লোটন টাউনের জালে গোল উৎসব করে। ফন ডাইক, হাকপো, দিয়াস এবং এলিয়টের কল্যাণে বড় জয় পায় ‘অল রেড’রা। এতে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দল ম্যানচেস্টার সিটি চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে শীর্ষে আছে ইয়ুর্গেন ক্লপের দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।