ঢাকাSunday , 30 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শিরোপা হারিয়ে ‘চোকার্সই’ রয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

Sahab Uddin
June 30, 2024 1:46 am
Link Copied!

আহা বিশ্বকাপ! ৩২টি বছর যে ট্রফির দিকে চাতক পাখির মতো তাকিয়ে দক্ষিণ আফ্রিকা। বারবার সেমিফাইনাল থেকে বিদায়, চোকার্স অপবাদ সেঁটে গেছে যাদের নামের পাশে।
সেই দক্ষিণ আফ্রিকা এবার ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে নাম লেখায়। মনে হচ্ছিল, এবারই বুঝি ঘুচবে তাদের আজন্ম আক্ষেপ। বিশ্বচ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখাবে দক্ষিণ আফ্রিকা। হলো না।
চাপে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা এই কথাটি অনেক আগে থেকেই চাউর ছিল। কথাটি যে স্রেফ কথার কথা নয় তা আরও একবার প্রমাণিত হলো। ২৪ বলে ২৬ রান, এখান থেকে শেষ পর্যন্ত ৭ রানের হার এ যেন আফ্রিকার সমর্থকদের বিশ্বাস হচ্ছে না, হওয়ারও কথা নয়।


চোকার্স অপবাদটাই যেন আরও একবার সত্যি হিসেবে প্রমাণ করলো তারা।
এবারের আসরে দক্ষিণ আফ্রিকা টানা আট ম্যাচে জয় তুলে ফাইনালে আসে। চ্যাম্পিয়ন হতে পারলে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপাজয়ের কীর্তি গড়তো।
১৯৯২ সালে প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল দিয়ে শুরু এরপর মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে। কিন্তু ভাগ্যতে পরিবর্তন হয়নি প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকা বুঝল এবং বুঝালো চাপের মুখে ভেঙে পড়ার অতীত ইতিহাস পাশ কাটিয়ে যাওয়া এতটা সহজ নয়। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার মোট সাতবার সেমিফাইনাল থেকে কেঁদে বিদায় নিতে হয়েছিল। এবার স্বপ্ন ভাঙলো শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে থেকে। এই দুর্ভাগ্য যেন কাটার নয়!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।