শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলামরা ব্যথিত শিক্ষার্থীদের ওপর হামলায়। তাওহীদ হৃদয়, দিয়া সিদ্দিকী, নিলুফা ইয়াসমিনদের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।
কোটা সংস্কার ইস্যুতে উত্তপ্ত দেশ। রক্তাক্ত রাজপথ। সঙ্কটে চুপ করে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ছাত্রদের মার খেতে দেখে হৃদয়ে রক্তক্ষরণ শান্ত, হৃদয়, দিয়া সিদ্দিকি, মিতুল মারমাদের।
আমি চুপ তাই বলে অন্ধ নই, নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন নীরব প্রতিবাদ ক্রিকেট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন শরিফুল ইসলাম। ছাত্রদের ওপর হামলার বিপক্ষে তার অবস্থান।
ক্রিকেটীয় ব্যস্ততায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাগোনা কম তাওহীদ হৃদয়ের। তবে প্রাণের বিশ্ববিদ্যালয়ে রক্তের ছটা দেখতে চাননা এ ব্যাটার।
প্রতিবাদী ক্রীড়াঙ্গনের অন্য তারকারাও। নিজের প্রোফাইল ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো দিয়েছেন আর্চ্যার দিয়া সিদ্দিকি। অসংখ্য ছবি শেয়ার করে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও সাফজয়ী নারী ফুটবলার নিলুফা ইয়াসমিন নিলাও একইরকম ছবি আপলোড করেছেন। প্রতিবাদী ছবি পোস্ট করেছেন জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মা। দাবি তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।