বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর বড় আকর্ষণ পাকিস্তানি তারকা ক্রিকেটাররা। প্রতিবছরই পাকিস্তানের একাধিক তারকাকে দলে টেনে শক্তিশালী স্কোয়াড গড়ার পরিকল্পনা থাকে ফ্র্যাঞ্চাইজগুলোর। তবে এনওসি এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে অনেক সময়েই তাদের পুরো আসরে পাওয়া সম্ভব হয় না। ২০২৪ সালে এসে যুক্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু।
ফেব্রুয়ারি মাসে নিজ দেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। বর্তমানে ওয়ানডে ফরম্যাটে ছন্দে থাকা দলটি নিজেদের ঘরের মাঠে সাফল্য পেতে মরিয়া। যে কারণে এবারের বিপিএলের বড় আকর্ষণ শাহিন শাহ আফ্রিদিকে পুরো আসরের জন্য ছাড়ছে না দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানি গণমাধ্যমের ভাষ্য, ১৫ জানুয়ারি পর্যন্ত বিপিএল মাতাবেন এই পেসার।
পাকিস্তানি খেলোয়াড়দের এমন চলে যাওয়ার মিছিলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের তারকাখচিত দলে একাধিক পাকিস্তানি ক্রিকেটারকে দলে টেনেছিল। যাদের মধ্যে ফাহিম আশরাফকে পুরো আসরের জন্য পাচ্ছে তারা। ২৫ জানুয়ারি পর্যন্ত থাকছেন জাহানদাদ খান।
খুলনা টাইগার্স তাদের পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ নাওয়াজকে পাচ্ছে একেবারে শেষ পর্যন্ত। একইকথা প্রযোজ্য চিটাগাং কিংসের হায়দার আলীর জন্য। দলের অন্য তারকা উসমান খান অবশ্য বিপিএলে আছেন ২৫ জানুয়ারি অব্দি। আবার মোহাম্মদ ইমরান টুর্নামেন্টে থাকবেন একেবারে ফাইনাল পর্যন্ত।
দলগুলো অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে বা মাঝামাঝি পর্যায়ে আরও কিছু তারকাদের দলে ভেড়াতে পারে। তাদের এনওসি ঠিক কতদিন পর্যন্ত থাকছে, সেটা জানা যাবে পরবর্তী সময়ে। আবার ঢাকার শাহনাওয়াজ দাহানি কিংবা চিটাগাং এর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের এনওসি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য দেয়নি দেশটির গণমাধ্যম।
কোন খেলোয়াড় কতদিন অনাপত্তিপত্র পাচ্ছেন
ফাহিম আশরাফ – ৭ই ফেব্রুয়ারি, ২০২৫
মোহাম্মদ নাওয়াজ – ৭ই ফেব্রুয়ারি, ২০২৫
হায়দার আলী – ৭ই ফেব্রুয়ারি, ২০২৫
খান জাহানদাদ – ২৫ জানুয়ারি, ২০২৫
শাহিন আফ্রিদি – ১৫ জানুয়ারি, ২০২৫
উসমান খান – ২৫ জানুয়ারি, ২০২৫
মোহাম্মদ ইমরান জুনিয়র – ৭ই ফেব্রুয়ারি, ২০২৫
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।